ভারত শাষিত কাশ্মীরের জনপ্রিয় টুরিস্ট স্পট গুলমার্গ। শীতের সময় বরফে মোড়া গুলমার্গ আরও আকর্ষণীয় হয়ে ওঠে ঘুরতে যাওয়া মানুষের কাছে।
পর্যটকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলতে এবার স্থানীয় এক হোটেল ব্যবসায়ী চালু করেছে ইগলু ক্যাফে। শীতের সময় কাশ্মীরের গুলমার্গ ঢেকে যায় সফেদ বরফে।
এই গুলমার্গেই এক ব্যবসায়ী গড়ে তুলেছেন ইগলু ক্যাফে। কনকনে ঠান্ডায় বরফে তৈরি ঘরের ভেতরে মিলবে গরম চা-কফি।
গুলমার্গে বেড়াতে আসা পর্যটকদের জন্য এটি নতুন অভিজ্ঞতা। সুইজারল্যান্ড- কানাডাসহ বিশ্বের আরও কয়েকটি দেশে থাকলেও দক্ষিণ এশিয়ায় এ ধরনের ইগলু ক্যাফে বিরল।
ক্যাফেটিতে একসঙ্গে বসতে পারবেন ১৬ জন অতিথি। শুধু ক্যাফে নয়, এর ভেতরে দেয়ালে নান্দনিক শিল্পকর্ম, টেবিল ও বেঞ্চও তৈরি করা হয়েছে বরফ দিয়ে। তবে, অথিতিদের খানিকটা উষ্ণতা দিতে বেঞ্চে ব্যবহার করা হয়েঠে কুশন ও পশুর চামড়া।