চট্টগ্রামের আগ্রাবাদে নামাজ শেষে ফেরার পথে দেয়াল ধসে দুই জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। দুপুর দুইটার দিকে আগ্রাবাদের ডেবারপাড়ের সীমানার একটি পুরনো দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ শহীদ উল্লাহ ও আল আমিন। শহীদ পিডিবির গাড়ি চালক ও আগ্রাবাদ পিডিবি অফিসে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আল আমিনের বাড়ি আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জায়গাটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। লিজ নিয়ে একটি প্রতিষ্ঠান সেখানে নির্মাণ কাজ চালাচ্ছিল।