তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভার ভোটগ্রহণ হচ্ছে কাল। সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় লাকসাম পৌরসভায় ভোট হচ্ছে না। এছাড়া একইসঙ্গে দুই পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় মেয়র পদে ভোট হচ্ছে ৬১টিতে। আর প্রার্থী মারা যাওয়ায় ত্রিশালের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
দুই ধাপে ৮৪ পৌরসভায় নির্বাচনের পর, শনিবার তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট। তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় তফসিল ঘোষণা হয়। আগে স্থগিত হওয়া পাবনার সুজানগর পৌরসভা যুক্ত হলে মোট ৬৫ পৌরসভায় ভোট হবার কথা ছিলো। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত ও কুমিল্লার লাকসাম পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শেষ পর্যন্ত ৬৩ পৌরসভায় ভোট হবে। এই ধাপে সব পৌরসভায় ভোট হবে ব্যালটে।
আওয়ামী লীগ-বিএনপিসহ দেশের ১১টি রাজনৈতিক দল এই ধাপের নির্বাচনে অংশ নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আচরণবিধি ভঙ্গ করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
নির্বাচনি এলাকায় ভোটের দিন ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ৮ পৌরসভাকে ‘গুরুত্বপূর্ণ’ চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।