ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ছোটখাট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
দেশটির গণমাধ্যম বলছে, স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । কে বা কারা এর পেছনে দায়ী, তা জানতে তদন্ত করছে দিল্লি পুলিশ। মধ্য দিল্লির আওরঙ্গজেব সড়কে অবস্থিত ইসরাইলি দূতাবাসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ।
ঘটনাস্থলেরমাত্র দুই কিলোমিটারের মধ্যে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কর্মকর্তাদের ধারণা রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ বা আইইডি দিয়েই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।