দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের ওপর স্থানীয়দের হামলা

আন্তর্জাতিক

দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে এক পুলিশ সদস্য। তবে কে বা কারা পুলিশের ওপর হামলা করেছে তা জানা যায়নি।  

গণমাধ্যমের খবর বলছে, শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকশো ব্যক্তি বিক্ষোভস্থলে এসে কৃষকদের সরে যেতে বলে। কৃষকরা রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। ভাংচুর করে কৃষকদের অস্থায়ী বাসস্থান। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং পুরো এলাকায় ব্যারিকেড দেয়। গণমাধ্যমকেও সরিয়ে দেয়া হয়েছে ঘটনাস্থল থেকে।

এছাড়া দিল্লির তিকরি সীমান্তেও কৃষকদের ওপর স্থানীয়দের হামলার খবর পাওয়া গেছ । নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তেও।

এদিকে, চলমান কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় কংগ্রেস সাংসদ শশী থারুর ও ৬ সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ভারতীয় পুলিশ। তাদের বিরুদ্ধে আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।