ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের নেতৃত্ব দেয়াটা গৌরবের বিষয়। বাংলাদেশকে বন্ধু ভাবে বলেই তাদের গৌরবের অংশীদার করেছে দেশটি।
বিকেলে রাজধানীর নিকুঞ্জ সোসাইটিতে ভারতের রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হওয়ায় অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এসময় কাজী সাজ্জাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান নিকুঞ্জ সমিতির সদস্যরা। এই পুরস্কার অর্জন করায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় বাংলাদেশ তাকে যেভাবে সর্বোচ্চ খেতাব দিয়েছে, ভারতও তাকে পুরস্কৃত করল।
এমন সংবর্ধনা দেয়ায় নিকুঞ্জ ১ সোসাইটিকে ধন্যবাদ জানান কাজী সাজ্জাদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা জানাতে চেষ্টা করেন তিনি।
একই সাথে, স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে মুক্তিযোদ্ধাদের কিছু লিখে যাবার অনুরোধ জানান তিনি।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাসহ নিকুঞ্জ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।