পাবনা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে ছুরিকাঘাত

বাংলাদেশ

পাবনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্ট আহসান হাবীবকে কে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। 

আসানের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থকরা দুপুরে হামলা করে তাকে আহত করে। আসান পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের ৪ নং ওয়ার্ড ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে নারিকেল গাছ প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেয় সন্ত্রাসীরা। দুপুরে সেই নির্বাচনী ক্যাম্প মেরামত করতে গেলে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবুসহ কিছু সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।