মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যায় মূল অভিযুক্ত আল-কায়েদা নেতা আহমেদ ওমর সাঈদ শেখসহ চার অভিযুক্তকে পাকিস্তানের সুপ্রিম কোর্টৈর মুক্তি দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ রায়কে সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান ৩৮ বছর বয়সী ড্যানিয়েল পার্লকে অপহরণ করে শিরশ্ছেদ করে জঙ্গিরা। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। হত্যায় মূল অভিযুক্ত ব্রিটিশ নাগরিক আহমেদ ওমর সাইদ শেখকে পাকিস্তানের একটি নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয়। বাকি তিনজনকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।
গত বছরের এপ্রিলে সিন্ধু হাইকোর্ট ৪ আসামির তিনজনেরই শাস্তি মওকুফ করে। আর ওমর শেখের মৃত্যুদণ্ড রদ করে ৭ বছরের কারাদণ্ড দেয়।