ভোলায় বিক্রির উদ্দেশ্যে মাছ ধরার বর্শা দিয়ে খাল থেকে শিকার করা পাঁচটি বিলুপ্ত প্রায় “কড়ি কাইট্টা” প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মাতব্বর বাড়ির খাল এলাকা থেকে কচ্ছপগুলো আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপগুলো পুকুরে অবমুক্ত করা হয়।
ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বর্শা দিয়ে খাল থেকে কচ্ছপ শিকার করে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল চরসামাইয়া শান্তির হাট মাতব্বর বাড়ির খাল এলাকায় অভিযান চালায়।
এসময় বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকার করা পাঁচটি “কড়ি কাইট্টা” প্রজাতির কচ্ছপ ফেলে রেখে শিকারিরা পালিয়ে যায়। পরে কচ্ছপগুলোর প্রাথমিক চিকিৎসা শেষে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে কচ্ছপ ৫টি অবমুক্ত করা হয়।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মোহসেনিন ইমেইলের মাধ্যমে ছবি দেখে জানান, কচ্ছপগুলোর ইংরেজী নাম: Indian roofed turtle এবং বৈজ্ঞানিক নাম: Pangshura Tecta। এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়।
তিনি বলেন, এভাবে কচ্ছপ শিকার করা খুবই দুঃখ জনক বিষয়। কারণ এরা মানুষের জন্য এখন প্রকৃতি থেকে প্রায় বিলুপ্তির পথে। তাই বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।