ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সকল জেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। 

শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থী বাসার চোকদারের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ প্রার্থী আবদুল মান্নান হাওলাদারের সমর্থকরা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী বাসার চোকদারের সমর্থকরা হঠাৎই তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক দেওয়ান, কর্মী সেলিম দেওয়ান ও মোহাম্মদ আলী।

এদের মধ্যে দুইজনকে ভেদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এদিকে, এ ঘটনার পর থেকে ওই এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।