‘মতাদর্শের ভিন্নতা থাকলেও উন্নয়নকে গুরুত্ব দেয় সরকার’

বাংলাদেশ

মতাদর্শের ভিন্নতা থাকলেও আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও কাজকে গুরুত্ব দিয়ে থাকে।

সে কারণেই দেশে উন্নয়ন হচ্ছে। সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে একথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।  এর আগে, বিকেলে নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী।  এসময় সিটি করপোরেশনের বিভিণ্ন উন্নয়ন কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, যারা ভালো কাজ করবে সরকার তাদের পাশে থাকবে।

সিলেটে ১২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান আছে বলে জানান মন্ত্রী।  মতভেদ ভুলে উন্নয়ন ও দেশের মানুষের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।