ময়মনসিংহে প্রথম ধাপে টিকা পাবে ৩ লাখ ২৪ হাজার মানুষ

সকল জেলা

সারা দেশের ন্যায় ময়মনসিংহে পৌঁছেছে করোনাভাইরাসের ৩২ হাজার ৪শ’ ভায়েল টিকা।

ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. পরিক্ষীত কুমার পাড় জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে করোনাভাইরাসের ৩২ হাজার ৪শ’ ভায়েল টিকা ময়মনসিংহে এসে পৌঁছেছে। টিকাগুলোকে ইপিআই এর শীতাতপ নিয়ন্ত্রিত স্টোর রুমে সংরক্ষিত রয়েছে। এক একটি ভায়েল দিয়ে দশজন মানুষকে টিকা দেয়া যাবে। সেই হিসেবে প্রাপ্ত ভায়েল দিয়ে জেলার ৩ লাখ ২৪ হাজার মানুষকে টিকা দেয়া যাবে।

তিনি আরো জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় টিকা কার্যক্রম শুরু হবে। শুরুতে জেলার সম্মুখ সারির করোনা যোদ্ধা ও ভিআইপিগণ টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।