রাজধানীর কাফরুলের একটি বাড়ির দোতলার ফ্ল্যাটের গ্রিল কেটে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। দোষীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীর।
রাত ২ টা। গ্রিল কেটে ৭ দুর্বৃত্তের প্রবেশে আতঙ্কিত বাসার সবাই।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃদ্ধ মা আর ২ বছরে শিশুই ছিলো ডাকাতদের জিম্মির টার্গেট। গলায় অস্ত্র ধরে দেয়া হয় হত্যার হুমকি। তারপ লুট করে নেয়া হয় বিপুল পরিমাণ স্বণালংকার ও নগদ টাকা।
এই ঘটনায় রাতেই কাফরুল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতার কথা জানান কাফরুল থানার ওসি।