রাজধানীর বাজারে আবারও বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম

বাংলাদেশ

কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বাজারে আবারও বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম।

খুচরায় সয়াবিন বিক্রি হচ্ছে ১২৪ টাকা কেজি।  বেড়েছে প্যাকেটজাত চিনির দামও। বাজারে প্রভাব নেই আমদানি করা চালের। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই।

কয়েক দিনের ব্যবধানে আবারো বাড়লো খোলা সয়াবিন তেলের দাম।  ভালো মানের খোলা সয়াবিন খুচরায় বিক্রি হচ্ছে ১২৪ টাকা কেজি।  যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ টাকা।

খোলা চিনি গেল সপ্তাহে ৬৫/৬৮ টাকা দরে বিক্রি হলেও, প্যাকেটজাতো চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭৫/৭৮ টাকা কেজি। তবে কোন কোন দোকানে পুরানো স্টকের প্যাকেট চিনি মিলছে ৭০ টাকা কেজিতে।

খুচরা বাজারে খুব বেশি হেরফের নেই চালে।  ভালো মানের মিনিকেট ৬৫ আর নাজিরশাইল ৬৮/৭০ টাকা কেজি।

দাম কমেনি মোটা চালেরও।  বিআর আটাশ ৫৪/৫৫ আর গুটি চাল খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।  বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে আমদানি করা চাল পাচ্ছেন না তারা।

কম দামের চাল পাইকারিতে সহজলভ্য না হলে খুচরায় দাম কমবে না বলেও জানালেন খুচরা বিক্রেতারা।