হংকং এর নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা দেবে ব্রিটেন

আন্তর্জাতিক

হংকং এর নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করছে ব্রিটেন। ধারণা করা হচ্ছে নতুন এই ভিসা রুটের মাধ্যমে প্রায় তিন লাখ মানুষ ব্রিটেনে পাড়ি জমাবেন।

রবিবার (৩১ জানুয়ারি) থেকে হংকংয়ে বসবাসরত ব্রিটিশ পাসপোর্টধারী এবং তাদের ওপর নির্ভরশীল লোকেরা অ্যাপের মাধ্যমেই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাঁচ বছর পর তারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এর মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধুত্ব নতুন মাত্রা লাভ করবে।

দেশটির এর স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতী প্যাটেল বলেছেন, হংকংয়ের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা দেয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ।

হংকং এর ওপর চীন নতুন নিরাপত্তা আইন কার্যকরের ঘোষণা দেয়ার পর ব্রিটেন গত জুলাই মাসে এই ভিসা সুবিধার ঘোষণা দেয়। তবে অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য ব্রিটেনকে সতর্ক করেছে চীন।