এইচএসসির ফল প্রকাশ: শতভাগ পাস, জিপিএ-৫ দেড় লক্ষাধিক

বাংলাদেশ

করোনার কারণে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এইচএসসি ও সমমানে গত বার পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২।

ঢাকা বোর্ডে জিপিএ-৫ এর হার ১৭ দশমিক সাত সাত,রাজশাহী বোর্ডে ১৭ দশমিদ সাত এক,  কুমিল্লা বোর্ডে ৯ দশমিক এক চার । ৩৯৬ জন জেএসসি ও এসএসসি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেলেও এবার পাননি। এই সংখ্যা ২০১৯ সালে ছিল ৪৫৮৬৫ জন।

শিক্ষামন্ত্রী জানান, ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সে আবেদন করতে পারবে। এবার পরীক্ষা না হওয়ায় ব্যয় কম হয়েছে, অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এসময় সন্তানদের অসুস্থ প্রতিযোগিতায় ঠেলে না দেয়ার আহ্বান জানান তিনি।