এ বছর সুইডেনের সম্মানজনক ওলোফ পালমে হিউম্যান রাইটস পুরস্কার জিতেছে দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন।
শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনলাইন আয়োজনের মাধ্যমে এ পুরস্কার দেয়ার কথা রয়েছে।
বিশ্বজুড়ে পুলিশের বর্বরতা এবং জাতিগত সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ নাগরিক অবাধ্যতার প্রচার করায় এ ফাউন্ডেশনকে সম্মান জানানো হয়। বিশ্বের কোটি কোটি মানুষ ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেয়। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে এই আন্দোলনে অংশ নেয় দুই কোটি মানুষ। এ পুরস্কারের মূল্যমান এক লাখ ডলার।
১৯৮৬ সালে আততায়ীর হাতে নিহত সুইডিশ প্রধানমন্ত্রী ও মানবাধিকার সমর্থক ওলফ পালমের স্মরণে এই পুরস্কার দেয়া হয়। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার অন্দোলন।
পরে গত বছর আফ্রিকান-আমেরিকানদের সাথে হওয়া নৃশংসতার পর তা আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয়। জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলরসহ কয়েকজনের মৃত্যুর পর এ আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।