নতুন মডেলের ট্রাক এনেছে টাটা ও নিটল মটরস

বাংলাদেশ

দেশে যৌথভাবে দুটি নতুন মডেলের ট্রাক আনলো টাটা মটরস ও নিটল মটরস।

দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে টাটা এলপিকে-টু, এবং টাটা এসকে টিপার ট্রাকের উদ্বোধন করা হয়।

দেশের বাণিজ্যিক গাড়ির প্রগতিশীল ক্রেতাদের কথা মাথায় রেখে নতুন এই ডাম্প ট্রাকের ডিজাইন করা হয়েছে, যা স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা নিশ্চিত করবে।  আকর্ষনীয় স্কিম ও সহজ কিস্তিতে ক্রেতারা গাড়ি দুটি দেশের যে কোন শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের টাটা মটরসের কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং। এছাড়াও নিটল মটরসের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিটল মটরস লিমিটেডের রয়েছে সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক।