চট্টগ্রামে নিখোঁজের একমাস পর আনোয়ার হোসেন নামে উপজেলা জাতীয় পার্টির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে তার গলিত মরদেহ পাওয়া যায়। আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য।
গত ২৯শে ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। দোসরা জানুয়ারি ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে জানায় তার পরিবার।