ফেনী পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। দুই কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ।
ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের মেহেদী সাইদী কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীসহ দুই কাউন্সিলরকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। একসময় কেন্দ্রে পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সকাল ৯টার দিকে কেন্দ্রের পাশে এঘটনাটি ঘটে। আহত কাউন্সিলর প্রার্থীরা হলো বিএনপিসমর্থিত গাজর প্রতীকের নুরুল ইসলাম ও ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল
তাজুল ইসলাম পাবেল বলেন, সকাল ৯টার দিকে ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে উট পাখি মার্কার দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা ঘেরাও করে মারধর করে।
গাজর প্রতীকের নুরুল ইসলাম বলেন, রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রাখে। সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।
নুরুল ইসলাম জানান, এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। নারী ভোটারদেরও লাঞ্চিত করেছে তারা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামীলীগ সমর্থিত উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছে। সুষ্ঠ সুন্দর ভোট গ্রহণ চলছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেনি।