করোনা সংক্রমণ প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর উপর ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।
রবিবার থেকে এই নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স।
দেশটিতে তৃতীয় দফায় লকডাউন দেয়া হতে পারে ধারণা করা হলেও শুক্রবার নিরাপত্তা বাহিনীর এক বৈঠকে এই নতুন নিয়মের কথা ঘোষণা করেন তিনি।
ইইউ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষা সংক্রান্ত নিয়মে আরও কড়াকড়ি আরোপ করা হবে। এছাড়াও সান্ধ্য আইন সহ অন্যান্য যেসব আইন এরই মধ্যে চালু রয়েছে সেগুলোর ওপর নজরদারি আরও বাড়ানো হবে।
কঠোর বিধিনিষেধ সত্ত্বেও দেশটিতে করোনার নতুন ধরণ আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান।