মায়ের মৃতদেহ লুকিয়ে লাখলেন ১০ বছর!

আন্তর্জাতিক

বাড়ি থেকে উচ্ছেদের ভয়ে দশ বছর ধরে নিজের অ্যাপার্টমেন্টের একটি ফ্রিজারে মায়ের মৃতদেহ লুকিয়ে লাখলেন এক জাপানি নারী।

ঘটনাটি জাপানের টোকিও শহরের। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। গত বুধবার (২৭ জানুয়ারি) টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহটি উদ্ধারের সময় ৪৮ বছর বয়সী ইউমি যোশিনো নামে একজন নারীকে আটক করার কথা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে পুলিশ।

ইউমি যোশিনো শনিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে, তার মায়ের মৃতদেহের সন্ধান মিললে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে।

তিনি আরো জানান, তার মায়ের সঙ্গে এ বাড়িতে থাকতেন। এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চান না বলেই দশটি বছর ধরে নিজের মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিলেন তিনি।

কিয়োডো নিউজ বলছে, এর আগে তার মা পৌর আবাসন কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টের ইজারা পান। ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।

জানা যায়, ভাড়া পরিশোধ করতে না পারায় যোশিনো জানুয়ারির মাঝামাঝি সময়ে অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে বাধ্য হয় এবং একজন ক্লিনার একটি কক্ষের মধ্যে লুকানো একটি ফ্রিজারে মরদেহটি আবিষ্কার করেন।

ময়নাতদন্তের মাধ্যমেও মৃত নারীর মৃত্যুর সময় এবং কারণ কোনটিই নির্ধারণ করা সম্ভব হয়নি।