তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহন চলছে। সকাল ৮টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপুর্ণভাবে চলছে ভোটগ্রহণ। পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি প্রতিটি কেন্দ্রে।
ভোটগ্রহনের শুরু থেকে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করছেন ভোটাররা। ভোট গ্রহন চলছে ব্যালট পেপারে।
রিটার্নিং কর্মকর্তা জানান, উৎসবের আমেজে ভোট গ্রহন চলছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা শান্তি শৃংখলার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিজিবি, র্যাব,পুলিশ সদস্যদের ভ্রাম্যমান টিম মাঠে রয়েছে।
এদিকে গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দেন বিএনপি প্রার্থী মো. অলিউর রহমান। আর আওয়ামী লীগ প্রার্থী ফজলুর রহমানের সমর্থকরা বিজয় সুনিশ্চিত করতে ভোট দিতে যাচ্ছেন ভোট কেন্দ্রে। তবে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।
মৌলভীবাজার পৌরসভায় ১৮টি ভোট কেন্দ্রে ৪৩ হাজার ৪শত ৪৬জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে ২জন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রতিদন্ধিতা করছেন। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্র নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।