আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ১৬৬ ভরি স্বর্ণ ডাকাতির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা, একটি হোন্ডা, একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য রয়েছে। চক্রে আরো একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রয়েছে, যাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।
গত ৭ই সেপ্টেম্বর সকালে সাভারের আমিনবাজারে রাজবাড়িগামী একটি বাস থামিয়ে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করা হয়। ঘটনার কিছু দিন পর আদালতে মামলা হলে তদন্ত শুরু করে পিবিআই।
স্বর্ণের মালিক সুরেশ হালদারের সাবেক এক বিশ্বস্ত কর্মচারীও এই ঘটনার সাথে জড়িত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।