আফগানিস্তানে দুটি আলাদা বোমা হামলায় নয় জন নিহত

আন্তর্জাতিক

আফগানিস্তানে দুটি আলাদা বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর সদস্যসহ নিহত হয়েছে নয়জন। জঙ্গিগোষ্ঠী তালেবান আত্মঘাতী এই বোমা হামলার দায় স্বীকার করেছে।

গণমাধ্যম বলছে, শনিবার দেশটির নানগড়হার প্রদেশের একটি বিমানঘাঁটিতে আত্নঘাতি বোমা হামলায় আটজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। হামলার পরপরই দায় স্বীকার করে।

এছাড়া রাজধানী কাবুলে একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় মারা গেছে একজন। আহত হয়েছে বেশ কয়েকজন। গেল বছর থেকেই তালেবান ও আফগান সরকার শান্তি আলোচনা শুরু করেছে। আলোচনার মধ্যেই বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।