ব্রেক্সিটের পর এশিয়া প্যাসিফিক মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দিতে যাচ্ছে যুক্তরাজ্য।
দেশটির আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রুস সোমবার এই বিষয়ে জাপান ও নিউজিল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। একইদিন জোটে যোগ দেয়ার আবেদন করবেন তিনি।
এরই মধ্যে এই বাণিজ্য চুক্তির অন্তর্ভুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও নিউজিল্যান্ড। এই জোটের মোট উৎপাদন বিশ্বের মোট জিডিপির ১৩ শতাংশ । অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০১৮ সালে শুরু হয় এশিয়া প্যাসিফিক মুক্ত বাণিজ্য চুক্তির যাত্রা।
বিশ্বের অন্যতম অর্থনৈতিক জোটটিতে রয়েছে ব্রুনাই, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ ১১টি দেশ। জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য শুল্ক কমানোয় এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য।