বাংলাদেশের পৌরসভা নির্বাচন প্রতিবেশী দেশগুলোর স্থানীয় নির্বাচনের তুলনায় অনেক ভালভাবে হচ্ছে, নিজেদের ব্যর্থতাকে সরকারের ওপর চাপিয়ে না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয় থেকে অমর একুশে উপলক্ষ্যে অনলাইনে মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ আরও বলেন,’গত তিনদফা স্থানীয় সরকার নির্বাচনের সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এগুলো সব সময় হয়ে আসছে। এ ক্ষেত্রে আপনি যদি পাশ্ববর্তি দেশ বা অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখতে পাবেন এই নির্বাচন সেই সমস্ত নির্বাচনের চাইতে অনেক ভালো হয়েছে।’