দেশে করোনার টিকা প্রয়োগে স্বাস্থ্য অধিদপ্তরকে ৩ কোটি ৩০ লাখ সিরিঞ্জ সরবরাহ করছে জেএমআই।
পাশাপাশি সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য ৭ কোটি ১০ লাখ পিস সিরিঞ্জ সরবরাহে ক্রয়াদেশ পেয়েছে কোম্পানিটি।
করোনার টিকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অটো ডিজেবল সিরিঞ্জ দিচ্ছে জেএমআই। দেশে এই ধরনের সিরিঞ্জ তৈরির একমাত্র প্রতিষ্ঠানটির রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ।
বৃহস্পতিবার জেএমআইয়ের পরিচালনা পর্ষদের এক সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিআইপি জানান, করোনার সময়েও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে মেডিক্যাল সামগ্রী উৎপাদন করেছে জেএমআই।
তিনি আরও জানান, ইন্দোনেশিয়ায় দেড় কোটি সিরিঞ্জ রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিসহ এই পণ্য কিনতে আগ্রহ দেখিয়েছে ইউনিসেফ। সভায় জেএমআই চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান করোনা ভাইরাসপ্রতিরোধী কর্মকাণ্ডে দেশের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।