আজ থেকে হংকংয়ের নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করেছে যুক্তরাজ্য। চীন সুরক্ষা আইন কার্যকর করার পরপরই হংকংবাসীদের জন্য এমন সুযোগ দিতে শুরু করেছে দেশটি।
রবিবার থেকে আগ্রহীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রথম পাঁচ বছরে অন্তত তিন লাখ মানুষ ভিসার আবেদন করবে বলে আশা যুক্তরাজ্যের।
ভিসা আবেদনকারীরা ছয় বছর পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যদিও চীন ও হংকং এরই মধ্যে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের পাসপোর্টকে ভ্রমণের ক্ষেত্রে বৈধ দলিল হিসেবে স্বীকৃতি দিবেনা তারা। চীন বরাবরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করে আসছে।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এক সময়ের ব্রিটিশ উপনিবেশের অংশ থাকা এই অঞ্চলটির মানুষের পাশে থাকতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।