শুরু হলো ১৪তম ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরিতে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই প্রতিপাদ্যে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। পাঁচদিনের এই উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোরেরা।
করোনা কালের স্থবিরতা কাটিয়ে শুরু হওয়া এই বর্ণীল আয়োজনে আনন্দে মেতে ওঠে শিশুরা।
উৎসবে প্রদর্শিত হচ্ছে বিশ্বের ৩৭টি দেশের ১১৬টি শিশুতোষ চলচ্চিত্র। বিনামূল্যে এই সিনেমা দেখতে পারবে শিশু ও অভিভাবকরা।
উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় পোলিশ নির্মাতা মার্তা কারভোসকা-র সিনেমা ট্রিপল ট্রাবল।
তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে চলবে এই উৎসব। সমাপনী আয়োজনে সম্মাননা দেয়া হবে সেরা চলচ্চিত্র নির্মাতাদের।