আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামি শহিদ লেঃ কামান্ডার মোয়াজ্জেম হোসেনের পিরোজপুরে গ্রামের বাড়িতে গত ২৯ জানুয়ারি (শুক্রবার) অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পিরোজপুর জেলা প্রশাসন। আজ সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের জে এম শাখার সহকারী কমিশনারকে। এছাড়া পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এবং বিদ্যুৎ বিভাগ থেকে ২ জনকে সদস্য করা হয়েছে।
আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ঘরে আগুন লাগে। এ সময় ঘরের কেয়ারটেকার বাড়িতে না থাকায় সেটি তালাবদ্ধ ছিল। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই ঘরে আগুন লেগেছে। এ ঘটনায় ঘরের কেয়ারটেকার লুৎফুন্নেছা (৬৫) বাদী হয়ে ওই দিন পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয় অগ্নিকাণ্ডে ঘরে থাকা বিভিন্ন ধরণের মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।