রাস্তা পারাপারের সময় পথচারীকে চাপা দেয়া ঘাতক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উল্টো পথে আসা বাসের চাপায় ফারুক মুন্সী (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক তুরান পরিবহণে (বগুড়া ব-৬২৭৬) আগুন জ্বালিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ হাসিনা মহাসড়ক দিয়ে একটি মিছিল যাওয়ায় উল্টো পথে যাচ্ছিলো তুরান পরিবহণ। এ সময় রাস্তা পারাপারের সময় জেলার রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৩৯) বাসের চাপায় নিহত হয়।
নিহতের ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।