কক্সবাজারে মা ও মেয়ে হত্যাকান্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। জমিজমা বিরোধের জেরে এই হত্যাকান্ড।
সোমবার দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, মালয়েশিয়ায় সাত বছর প্রবাস জীবন শেষে ৯ মাস আগে দেশে ফেরেন আবুল কালাম। ঘটনার পর আসামিকে গ্রেপ্তারে কক্সবাজার ও উখিয়াতে ৪৮ ঘণ্টার সাড়াশি অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে উখিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় আসামি। পরে ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে আবুল কালাম।