চীনে নকল করোনার ভ্যাকসিন উৎপাদনের অভিযোগে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
সিনহুয়া জানায়, গত সেপ্টেম্বর থেকেই এ বিষয়ে নজর রাখছিল দেশটির পুলিশ। পরে অভিযোন চালিয়ে জিয়াংহু, বেইজিং ও সানডং শহর থেকে এদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ এই চক্র তিন হাজারেরও বেশি নকল ভ্যাকসিন তৈরি করেছে।
করোনা মোকাবিলায় চীন তাদের উৎপাদিত দুটি ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মকে অনুমোদন দিয়েছে। যা অন্যান্য দেশেও অনুমোদন পেয়েছে।
দুটি ভ্যাকসিনই দাবি করেছে করোনা মোকাবিলায় তাদের ভ্যাকসিন ৭৮ শতাংশ কার্যকর।