চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দিয়েছে পিবিআই।
সোমবার আদালতে অভিযোগ পত্র জমা দেন পিবিআই কর্মকর্তা সন্তোষ চাকমা।
২০১৭ সালের ৬ অক্টোবর ভোরে নগরীর নালাপাড়ার বাসায় হামলা চালিয়ে সুদীপ্তকে ঘর টেনেহিচড়ে বাইরে এনে বেদম মারধর করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করে সুদীপ্তের বাবা।
২০২০ সালের ৪ আগস্ট মামলার অন্যতম আসামি নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। দুই মাস জেলে থেকে জামিনে বের হয়ে উচ্চ আদালতের নির্দেশে ১৩ নভেম্বর নিম্ন আদালতে হাজির হলে জামিন বাতিল করে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।
এই মামলার বেশিরভাগ আসামি বতর্মানে জামিনে আছেন।