গাইবান্ধায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমাড়পাড়া নামক স্থানে ইট ভাটায় মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন অটো চালক রানা মিয়া। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত রানা মিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত অটো চালক রানা মিয়া (৩০) সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ল্যাঙ্গাবাজার গ্রামের সুরুত আলী কালুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ট্রাক্টর ভাটায় যাওয়ার সময় দাড়িয়াপুর থেকে গাইবান্ধাগামী একটি অটোবাইককে সরাসরি ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়।