বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি বাস্তবসম্মত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সকালে রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ আরও বলেন,’আমাদের দেশে যেভাবে টিআরপি দেয়া হচ্ছে, সেটা ভৌতিক। আমরা এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করছি।’
সংবাদকর্মীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করার জন্য টিভি চ্যানেল মালিকদের অনুরোধও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন,’ভালো মালিকের কাজ হচ্ছে, তার জন্য যারা কাজ করছেন তাদের প্রাপ্যটা আগে মিটিয়ে দেয়া।’
তথ্যমন্ত্রী বলেন, আমি আগেও বহুবার অনুরোধ করেছি, এখনও করছি, টেলিভিশন বা গণমাধ্যমে যারা কাজ করেন, তারা যেন সঠিক বেতন ভাতা পান সেদিকে মালিক পক্ষ যেন নজর দেন।’