বাংলায় এসএমএসের খরচ অর্ধেক কমানোর আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বস্তরে বাংলার ব্যবহার বাড়াতে মোবাইল ফোন অপারেটরগুলোকে বাংলা এসএমএসের খচর অর্ধেক কমানোর আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সকালে মোবাইল ফোন অপারেটর বাংলালিঙ্ক ও গুগলের এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।এসময় মন্ত্রী বলেন, করোনাকালে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। বতর্মানে দেশে ১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভরশীল উল্লেখ করে মন্ত্রী বলেন। টেলিকম সেবাদাতাদের দ্রুত নিরবিচ্ছিন্ন ফোরজি সেবা নিশ্চিত করতে হবে। চলতি বছরেই দেশের সবখানে ফোরজি চালু করারও তাগিদ দেন মোস্তফা জব্বার।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে অসন্তোষের কথাও জানান তিনি। তবে আশা প্রকাশ করেন এ বছরই কোম্পানিগুলো তাদের সীমাবন্ধতা কাটিয়ে দ্রুত গতির সেবা দেবে।বাংলালিংক ও গুগলের যৌথ প্রয়াসে নতুন জব পোটাল কর্ম জবসের উদ্বোধন করা হয়।