করোনা মহামারির কারণে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে ভারতে ২০২১ সালের বাজেট পেশ করা হয়েছে আজ।
দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, গতবারের থেকে দ্বিগুন করে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ কোটি রুপি বাজেট ধরা হয়েছে স্বাস্থ্যখাতে।
এরমধ্যে ৩৫ হাজার কোটি রুপি ব্যয় হবে করোনার ভ্যাকসিনের জন্য। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মূলধনী ব্যয় বাড়ানো হয়েছে ৫ দশমিক ৫৪ লাখ কোটি। যা গত বছরের থেকে ৩৪ শতাংশ বেশি। বেড়েছে কৃষিখাতের বাজেটও।
এছাড়া পশ্চিমবঙ্গ ও আসামে অবকাঠামো বাজেট বাড়ানো হয়েছে। এবছর প্রতিরক্ষা খাতের বাজেট ধরা হয়েছে ৪ দশমিক ৮৭ লাখ কোটি রুপি। গত ১৫ বছরের মধ্যে প্রতিরক্ষাখাতে এটাই সর্বোচ্চ।
চীনের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরেই এবার এ খাতে বাজেট বাড়ানো হয়েছে। বাজেটে ৭৫ বছরের বেশি বয়সীদের আয়কর রিটার্নের বাইরে রাখা হয়েছে।