বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। তাই দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারা সমুন্নত থাকবে বলে আশা করে ঢাকা।
আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে। স্বেচ্ছায় ও নিরাপদে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে দুই দেশ। ভবিষ্যতেও এই প্রক্রিয়া সঠিক পথে চলবে বলে আশা করে বাংলাদেশ।
প্রসঙ্গত, মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করে দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে এনএলডি’র আরো বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হল।