সার্স কোভ-২ ভেরিয়েন্টের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স সম্পন্ন

বাংলাদেশ

গণস্বাস্থ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দক্ষ গবেষকরা প্রাপ্ত ক্লিনিকাল নমুনা থেকে সার্স কোভ-২ ভেরিয়েন্টের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে গনস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উপাধাক্ষ্য মহিবুল্লাহ খন্দকার বলেন, আইসোলেশনে থাকা ১৪জন রোগী থেকে নমুনা নিয়ে সারস কোভ ২ এর জিনোম সিকোয়েন্স করা হয়েছে।

যাদের দেহে এন্টিবডি ডেভেলপ করেনি তাদের খুঁজে বের করে ভ্যাকসিনেশন কর্মসুচির আওতায় আনতে হবে। প্রতিনিয়ত ভাইরাসের জিনোম মনিটরিং করারর উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিজ্ঞানীরা। ডা. জাফরউল্লাহ সরকারকে গবেষনার দিকে নজর দেবার আহ্বান জানান।