সড়ক দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ ও নিহতের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবী জানান।
নতুন সড়ক পরিবহন আইন ২০১৯ সালে প্রনীত হলেও ১৫ মাসেও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ট্রাস্টি বোর্ড গঠিত না হওয়ায় আহত ও নিহত রা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলেও অভিযোগ জানান তিনি।