অভিশংসনের অভিযোগের জবাব দিতে হবে ট্রাম্পকে

আন্তর্জাতিক

মঙ্গলবারের মধ্যে অভিশংসনের অভিযোগের জবাব দিতে হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এরই মধ্যে ডেমোক্র্যাটরা অভিশংসন মামলার একটি কাঠামো প্রস্তুত করেছে। তবে আইনজীবী দলে ব্যাপক ওলটপালট হওয়ায় ট্রাম্পকে তার জবাব প্রস্তুত করতে হিমশিম খেতে হচ্ছে।  

তার নতুন আইনী দলের নেতৃত্ব দিচ্ছেন আইনপ্রণেতা ডেভিড শোয়েন ও ব্রুস ক্যাস্টর। তবে তারা সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন এক সপ্তাহের বেশি।  

ডেমোক্র্যাটরা ট্রাম্পকে ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার দায়ে অভিযুক্ত করলেও সিনেটে তাকে দোষী সাব্যস্ত করা যাবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতি আটকানোর চেষ্টায় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালাতে উসকে দিয়েছিলেন বলে অভিযোগ। ওই হামলায় পুলিশসহ পাঁচজন নিহত হন।

সদ্য বিদায়ী এ প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে উচ্চকক্ষের ৫০ রিপাবলিকান সদস্যের অন্তত ১৭ জনকে ডেমোক্র্যাটদের পাশে এসে দাঁড়াতে হবে।

ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও এই বিচার যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে তেমন প্রভাব ফেলবে না। কারণ ২০ জানুয়ারি মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের পর ট্রাম্প আর দেশটির ক্ষমতা কাঠামোর কেউ নন। কিন্তু তাতে যা হবে তা হলো– ট্রাম্প আর কখনও প্রেসিডেন্ট বা সরকারি কোনো পদের জন্য লড়তে পারবেন না।

৯ই ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে সাবেক প্রেসিডেন্টের অভিশংসন বিচারের শুনানি শুরু হতে যাচ্ছে।