আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়া শিশুটি সুস্থ হচ্ছে, মেলেনি পরিচয়

সকল জেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১১) বছরের এক শিশু গুরুতর আহত হয়ে গত ২৫দিন অচেতন অবস্থায় সদর হাসপাতালে চিকৎসাধীন থাকার পর চোখ মেলতে শুরু করেছে।

শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। প্রথম দিকে তার বেঁচে থাকা নিয়ে শঙ্কায় ছিলেন চিকিৎসকরা। অবশেষে গত কিছুদিন যাবত শিশুটি চোখ মেলছে। কিন্তু তার মুখ দিয়ে এখনো কথা ফুটেনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩রা জানুয়ারি রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আশুগঞ্জ সদর ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটিকে উদ্ধারের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন। উদ্ধারের পর প্রায় ২০দিন তার কোন জ্ঞান ছিল না। গত কিছুদিন যাবত চোখ মেলতে শুরু করেছে। হাত-পা নড়েচড়া করেছে শিশুটি।তবে শিশুটির পরিবারের এখনো  কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে তার নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে আনার পর থেকে শিশুটির সেবাযত্ন করছেন একজন ক্লিনার। শিশুটি খাবার খেতে না পারায় তাকে বিভিন্ন ফলের রস সিরিঞ্জ দিয়ে খাওয়ানো হচ্ছে।

সদর হাসপাতালের সার্জারী বিভাগের  চিকৎসক ডা.নিজাম উদ্দিন বলনে, “অজ্ঞাত শিশুটির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। একমাস যাবত বিছানায় শুয়ে থাকায় শরীরের পেছনের অংশে ঘা হয়েছে। আমরা যথা সম্ভব চিকিৎসা চালিয়ে যাচ্ছি।”

সদর হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, “আমরা প্রথম দিকে শিশুটিকে নিয়ে শঙ্কায় ছিলাম। তবে চিকিৎসকদের চেষ্টায় শিশুটির শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে তার ওষুধসহ যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।