ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রাত সোয়া ২টায় ম্যানইউ’র প্রতিপক্ষ সাউদাম্পটন। রাত ১২টায় উলভারহ্যাম্পটনের মুখোমুখি গানাররা।
ইপিএলে দুর্দান্ত ফর্মের পর কিছুটা ভাটা পড়েছে ম্যানইউ’র পারফরমেন্সে। শেষ ৫ ম্যাচের মোটে দুইটাতে জিততে পেরেছে ওলে গানে শোলশায়ারের দল। চূড়ার ওঠার ফাইট চালিয়েই যাচ্ছে দ্য রেড ডেভিলস।
শীর্ষস্থান হারালেও এখনো টেবিলের সেকেন্ড পজিশন ধরে রেখেছে ওলে গানে শোলশায়ারের দল। প্রিমিয়ার লিগে রাতে ম্যানইউকে খেলতে হবে সাউদাম্পটনের সাথে। ওদেরকে হারিয়ে দিলে টেবিল টপার সিটির সমান পয়েন্ট হয়ে যাবে ম্যাগুইয়ার বাহিনীর।
ম্যাচ নিয়ে চাপ আছে ঠিকই তবে কিছুটা চিন্তামুক্ত থাকতেই পারেন শোলাশায়ার। এই দলটার সাথে শেষ নয় ম্যাচেই আনবিটেন তার দল। সাথে নিয়মিত একাদশের কেউ নেই ইনজুরিতেও।
প্রিমিয়ার লিগে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। শেষ পাঁচ ম্যাচের তিনটাতে জিতে টেবিলের টেবিলের টপ টেনে জায়গা পেয়েছে ওরা। রাতে ইপিএল গেমে অ্যাওয়ে ম্যাচ গানারদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।
উলভসের মাঠে খেলতে যাবে আর্সেনাল এফসি, তবে অ্যাওয়ে ম্যাচ হলেও খুব বেশি ভাবনার কারণ নেই গানার বস মিকেল আর্তেতার। ওদের মাঠ থেকে শেষ ১০ ম্যাচের ৮টাতেই জয় নিয়ে ফিরেছে অবামেয়াং-লাকাজেত্তিরা।
মিড ট্রান্সফারে শক্তি বেড়েছে গানারদের। রিয়াল মাদ্রিদ থেকে সম্প্রতি গানার শিবিরে নরওয়েজ মিডফিল্ডার মার্টিন ওদেগার্ড যোগ দিয়েছেন ওদের দলে, সাথে ইনজুরি নিয়েও নেই আপাতত ভাবনা।