পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উজেলার পাঁচ ইটভাটা মালিকের ১১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের বৈধ কাগজ না থাকার অপরাধে আলাদা আলাদা মোট ১১ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক দপ্তরের ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।
জরিমানা করা ইটভাটাগুলো হল- ফুলবাড়ী সদরে মেসার্স জে এম ব্রিকসকে এক লাখ টাকা, খড়িবাড়ীর এম এ ব্রিকসকে দুই লাখ পঞ্চশ হাজার টাকা, আজোয়াটারীর এ বি ব্রিকসকে এক লাখ পঞ্চশ হাজার টাকা, গংগার হাট সংলগ্ন ডব্লিউ এ এইচ ব্রিকসকে তিন লাখ টাকা, শিমুলবাড়ীর জে এম এস ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধ এসব ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।