খুলনায় ভাসমান সবজি চাষ করে সফলতা পেয়েছে কৃষকরা

সকল জেলা

খুলনায় পরীক্ষামূলকভাবে ভাসমান সবজি চাষ করে সফলতা পেয়েছে কৃষকরা। আর এই সফলতার মধ্যে দিয়েই জলাবদ্ধ অনাবাদী ভূমি ব্যবহারের আওতায় আসছে।

স্বল্প রাসায়নিক ব্যবহারের মধ্য দিয়ে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। খুলনার তেরখাদার উপজেলার ভুতিয়ার বিলের ১৫ বছর ধরে জলাবদ্ধ প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমি। এই বিলের কচুরীপানা দিয়ে পানিতে বেড তৈরীর মধ্য দিয়ে সবজী উৎপাদনের মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হয়েছেন কৃষক হরিস বিশ্বাস।

শুধু হরিস বিশ্বাস নয়, উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তার পরীক্ষা মুলক ভাসমাস সবজীর চাষ করে অনেকের মুখে হাসি ফুটেছে। এদের সফলতা দেখে অন্যারাও আগ্রহী হচ্ছেন ভাষমান সবজীর চাষের জন্য।

অনাবাদী জমিতে ফসল উৎপাদনে সার্বিক সহায়তা করার কথা বলছেন উপজেলা কৃষি কর্মকতা। খুলনা তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান,’এখানে খুব অল্প পরিমান কিটনাশক ব্যবহার করা হয়। যার ফলে এটা কিন্তু জৈব পদ্ধতিতে উৎপাদন করা হয়।’

জেলার অন্য সকল জলাবদ্ধ অনাবাদী জমিতে এই পদ্ধতিতে চাষ করে ফসল উৎপাদন করার কথা বলছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,’ইতিমধ্যে পাঁচ হেক্টর জমি ভাসমান বেডের আওতায় নিয়ে এসেছি। যা পরবর্তিতে আরও সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে।’

এই চাষ পদ্ধতির মাধ্যমে জেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে সবজী উৎপাদন করে জেলার চাহিদা মেটাতে চায় স্থানীয়রা।