নাটোরের হয়বতপুর বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
নিহত আমির হোসেন, ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় দর্জি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দর্জি দোকানি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায় ।
ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
পরে স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। তারা অভিযোগ করেন দীর্ঘদিন থেকে মহাসড়কের একটি লেইন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘন্টা পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।