গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবিদ হাসান শেখ মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু ঘটে। ডাঃ আবিদ হাসান বিএমএ গোপালগঞ্জ শাখার আজীবন সদস্য, কার্যনির্বাহী পরিষদের এক্স অফিসিও সদস্য এবং জেলা বিএমএ-এর সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএমএ, গোপালগঞ্জ উদীচী, জেমসাসহ সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পারবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) কোর্ট মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে এবং সহকর্মী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।