মিয়ানমারে সেনাঅভ্যুত্থান পশ্চিমাদেশগুলোর ব্যবসায়িক স্বার্থ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা মিয়ানমারের ক্ষমতা নেয়ায় দক্ষিণপূর্ব এশিয়ায় বিনিয়োগ বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের উডরো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারের এক বিশ্লেষক লুকাস মিয়ারস জানান, মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক জটিল হবে।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রথম ১১ মাসে মিয়ানমার ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে।
এদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ইচ্ছার ওপর কখনো শক্তি প্রয়োগ করা উচিত নয়। এর ব্যত্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন।
গেল বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল বড় জয় পায়। তবে নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী।